السلام عليكم

যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার (তওবা) করবে আল্লাহ তাকে সব বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। [আবূ দাঊদ: ১৫২০; ইবন মাজা: ৩৮১৯]

রাসূলকে (সা.) অনুসরণের নির্দেশ স্বয়ং আল্লাহর

| comments

আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে রাসূলুল্লাহর (সা.) আদর্শের অনুসরণ করা। পবিত্র কোরআনের সূরা আহযাবের ২১নং আয়াতে এ ব্যাপারে আল্লাহর নির্দেশ হচ্ছে_ 'আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তিপ্রত্যাশীদের জন্য রাসূলুল্লাহর (সা.) মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ।' আল্লাহর আদেশ-নিষেধ, কোরআনের বিধিবিধান মেনে চলার পাশাপাশি রাসূলের (সা.) অনুসরণ ও অনুকরণের মধ্যেই নিহিত রয়েছে সিরাতুল মুস্তাকিমের_ সত্যপথ পাওয়ার গ্যারান্টি এবং মুসলিম জীবনের প্রকৃত সাফল্য। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, 'যদি তোমরা রাসূলকে অনুসরণ কর, তবেই তোমরা সত্যপথের সন্ধান পাবে।' কাজেই এ কথা বলার অপেক্ষা রাখে না যে, রাসূলুল্লাহর (সা.) অনুসরণ ও অনুকরণেই রয়েছে মুসলমানদের ইহ ও পারলৌকিক জীবনের সার্বিক সাফল্য।

মুসলমান হয়েও অনেকে, রাসূলের (সা.) আদর্শের অনুসরণকে উপেক্ষা করে থাকেন। রাসূলের (সা.) শিক্ষা ও আদর্শের অনুসরণ-অনুকরণকে ধর্মের অত্যাবশ্যকীয় কিছু মনে করেন না। অথচ রাসূলকে (সা.) পুরোপুরি অনুসরণের নির্দেশ তো স্বয়ং আল্লাহ জাল্লাশানুহুর, এতে রাসূলের (সা.) নিজস্ব কোনো চাওয়া-পাওয়া নয়। আল্লাহ বলেন, 'তোমরা আনুগত্য কর আল্লাহর এবং আনুগত্য কর রাসূলের। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে রাসূলের ওপর ন্যস্ত দায়িত্বের জন্য তিনি দায়ী এবং তোমাদের ওপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী। যদি তোমরা তাঁর আনুগত্য কর, তবে সৎ পথ পাবে। আর রাসূলের কাজ তো কেবল স্পষ্টরূপে বাণী পেঁৗছে দেওয়া' (সূরা আননুর, ৫৪ আয়াত)। মুসলমান হয়েও অনেকেই সুন্নতের গুরুত্ব দেন না। অজ্ঞতা, শয়তানি প্ররোচনা আর নফসের তাড়নায় মুসলমান সমাজের কেউ কেউ কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য তালাশে সচেষ্ট। অথচ আল্লাহ বলেন, 'আর তিনি (রাসূল সা.) নিজের থেকে মনগড়া-খেয়ালখুশিমতো কোনো কথা বলেন না। তাঁর কথা নিরেট ওহি, যা তাঁর প্রতি প্রেরিত হয়' (সূরা আন নজম, ৩ ও ৪ আয়াত)। এ থেকে প্রমাণিত হয়, রাসূল (সা.) যা বলেছেন, করেছেন ও করতে বলেছেন_ সবই পরোক্ষভাবে আল্লাহর নির্দেশ। আমাদের মনে রাখতে হবে, কোরআন ও হাদিস উভয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ উৎস স্বয়ং আল্লাহ। কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য নিরূপণকারীদের দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘোচাতে তথা ফরজ এবং ওয়াজিব পালনের পাশাপাশি রাসূল (সা.) প্রদর্শিত সুন্নতের, রাসূলের (সা.) শিক্ষা ও আদর্শের, তরিকার অনুসরণের গুরুত্ব যে কত বেশি, তা উপরোক্ত বর্ণনাদ্বয়ই একজন সচেতন ইমানদারের জন্য, চিন্তাশীলের জন্য যথেষ্ট।

অনুসরণের নির্দেশ বিষয়ক কোরআনের বর্ণনা : ১. 'তোমরা আনুগত্য কর আল্লাহর এবং অনুগত হও রাসূলের' (সূরা আল ইমরান, ৩২ আয়াত)। ২. 'ওহে যারা ইমান এনেছে! তোমরা আনুগত্য কর আল্লাহর এবং আনুগত্য কর রাসূলের' (সূরা আননিসা, ৫৯ আয়াত)। ৩. 'আর তোমরা আল্লাহর আনুগত্য কর আর রাসূলের আনুগত্য কর এবং সতর্ক হও' (সূরা আল মায়েদা, ৯২ আয়াত)।

দিদার-উল-আলম
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ইসলামী কথা - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Premium Blogger Template