মানুষ,সৃষ্টির সেরা জীব। আশরাফুল মাখলুকাত। মহান আল্লাহ অসংখ্য ছোট বড় সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ট মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। সব সৃষ্টিকেই তিনি একটি নিয়মের অধীন করে দিয়েছেন। কিন্তু মানুষকেই তিনি ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। মানুষ যা চায় তাই করতে পারে। এত বড় মর্যাদার সাথে তিনি মানুষকে করেছেন তার খলিফা বা প্রতিনিধি। মানুষ সৃষ্টির আগে তাই তিনি ফেরেশতাদের ডেকে বললেন, "আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করব।" খলিফার কাজ হচ্ছে তার নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করা এবং পরে যার প্রতিনিধি তাঁর কাছে হিসাব দেয়া।
সকল মানুষকেই মরতে হবে। ফিরে যেতে হবে মহনা স্রষ্টার কাছে। কিয়ামতের প্রবল প্রলয়ে সকর কিছু ধ্বংস হয়ে মানুষের ভাল মন্দ বিচারের সময় এসে যাবে। সেদিন যাদের ভাল কাজের পরিমাণ বেশী হবে তারাই পাবে মুক্তি, পাবে পুরষ্কার হিসেবে চির শান্তির স্থান জান্নাত। আর যাদের মন্দ কাজের পাল্লা হবে ভারী, তারা পাবে অবর্ণনীয় আযাব ভরপুর চির দূঃখের জাহান্নাম। যে যেখানেই যাবে সেখানেই থাকবে চিরদিন অন্তনকাল। সেদিন অবশ্যই মানুষকে দুনিয়ার বর্তমান অবস্থায় তার ভূমিকা ও কৃতকর্ম সম্পর্কে জবাব দিতে হবে।