যারা স্রষ্টাকে বিশ্বাস করে তারাই আস্তিক। আস্তিকতা ৩ ধরনের হতে পারেঃ-
১। ভারসাম্য পুর্ন বিশ্বাসের আস্তিকতাঃ এরা স্রষ্টার সাথে অন্য কিছুকে মিলিয়ে ফেলে না, কাজের সময় কাজ করে আর প্রার্থনার সময় স্রষ্টার কাছেই সাহায্য চায়। এদেরকে ঈমানদার বলা হয়।
২। ঘাটতি যুক্ত বিশ্বাসের আস্তিকতা: وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ যারা কাফের, তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত (Luqman: 18)। এদেরকে সাধারন ভাষায় কাফির বলা হয়। এরা স্রষ্টার এক বা একাধিক আদেশকে অস্বিকার করে। বিশ্বাসের ঘাটতি যখন চরম রূপ লাভ করে তখন তাকে নাস্তিকতা বলে।
লিখেছেন : যাযাবরমন