শিশুর শরীরে কোরআনের আয়াত
রাশিয়ার মুসলিম অধ্যুষিত দাগেস্তান প্রদেশে এক বিস্ময়কর শিশুর সন্ধান পাওয়া গেছে। শিশুটির হাত ও পায়ের চামড়ায় কোরআনের আয়াত ভেসে ওঠে কিছুদিন পর আবার মিলিয়ে যায়। নয় মাসের এ শিশুটির নাম আলী ইয়াকুবভ। ইয়াকুবভের ডান পায়ে সর্বশেষ যে আয়াতটি দেখা গেছে, তার বাংলা অনুবাদ �আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আরবি ভাষায় উৎকলিত এ আয়াতটি সুস্পষ্টভাবে দেখা যায়। হাজার হাজার মানুষ বিস্ময়কর এ দৃশ্য দেখতে ইয়াকুবভের বাড়িতে ভিড় করছেন। দাগেস্তানের রাজধানী মাখাচকা থেকে ১০০ মাইল উত্তরে কিজলিয়ার অঞ্চলের এক নিভৃত গ্রামে শিশুটির বাড়ি। মিরাকল শিশুটির বাবা শামিল (২৭) একজন পুলিশ। শিশুটির মা মদিনা (২৬) জানান, জন্মের দুই সপ্তাহ পর থেকে ইয়াকুবভের শরীরে পবিত্র কোরআনের আয়াত ভেসে উঠতে শুরু করে।
+ comments + 1 comments
it help us to believe on allah
Green Tea Benefifs For Hair
Post a Comment