السلام عليكم

যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার (তওবা) করবে আল্লাহ তাকে সব বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। [আবূ দাঊদ: ১৫২০; ইবন মাজা: ৩৮১৯]

বিশ্বের সর্ববৃহৎ ১০টি মসজিদ

| comments


মসজিদ-আল-হারম
ধারন ক্ষমতা : ৮,২০,০০০ জন
আয়তন : ৩৫৬৮০০ স্কয়ার মিটার
অবস্হিত : মক্কা, সৌদি আরব
স্হাপিত : ৬৩৮ সাল

মসজিদ-আল-নববী
ধারন ক্ষমতা : ৬,৫০,০০০ জন
আয়তন : ৪০০৫০০ স্কয়ার মিটার
অবস্হিত : মদিনা, সৌদি আরব
স্হাপিত :৬২২ সাল

ইমাম রিধঅ মসজিদ
ধারন ক্ষমতা : ১,০০০০০ জন
আয়তন : ৫৯৮৬৫৭ স্কয়ার মিটার
অবস্হিত : মাসহাদ, ইরান
স্হাপিত : ৮১৮ সাল

ইস্তিকলাল মসজিদ
ধারন ক্ষমতা : ১,২০,০০০ জন
আয়তন : ৯৫০০০ স্কয়ার মিটার
অবস্হিত : জাকার্তা, ইন্দোনেশিয়া
স্হাপিত : ১৯৭৮ সাল

হাসান মসজিদ
ধারন ক্ষমতা : ১,০৫,০০০ জন
আয়তন : ৯০০০০ স্কয়ার মিটার
অবস্হিত : কাসাবলঙ্কা, মরক্কো
স্হাপিত : ১৯৯৩ সাল

ফইসাল মসজিদ
ধারন ক্ষমতা : ৭৪,০০০ জন
আয়তন : ৪৩২৯৫.৮ স্কয়ার মিটার
অবস্হিত : ইসলামাবাদ, পাকিস্তান
স্হাপিত : ১৯৮৬ সাল

বাদশাহী মসজিদ
ধারন ক্ষমতা : ১,১০,০০০ জন
আয়তন : ২৯৮৬৭.২ স্কয়ার মিটার
অবস্হিত : লাহোর, পাকিস্তান
স্হাপিত : ১৬৭৩ সাল

শেখ জায়েদ মসজিদ
ধারন ক্ষমতা : ৪০,০০০ জন
আয়তন : ২২০০০ স্কয়ার মিটার
অবস্হিত : আবুধাবী, সংযুক্ত আরব আমীরাত
স্হাপিত : ২০০৭ সাল

জামে মসজিদ
ধারন ক্ষমতা : ৮৫,০০০ জন
অবস্হিত : দিল্লি, ইন্ডিয়া
স্হাপিত : ১৬৫৬ সাল

বায়তুল মোকাররম মসজিদ
ধারন ক্ষমতা : ৩০,০০০ জন
অবস্হিত : ঢাকা, বাংলাদেশ
স্হাপিত : ১৯৬০ সাল
সূত্র : Einfopedia
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ইসলামী কথা - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Premium Blogger Template