নিরানব্বইটি রোগের ওষুধ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা-হাওলা অলা কুওআতা ইল্লা-বিল্লাহ
নিরানব্বইটি রোগের ওষুধ। তন্মধ্যে সহজতম রোগ দুশ্চিন্তা। [বায়হাকীর দাওয়াতুল কাবীর, মেশকাত, ২০২ পৃ:]।
জান্নাত এবং জাহান্নামের দোয়া
নবী (স.) বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চায় তার জন্য জান্নাত বলে, আয় আল্লাহ! তুমি একে জান্নাতে প্রবেশ করাও। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তির জন্য তিনবার কামনা করে তার জন্য জাহান্নাম বলে, হে আল্লাহ! তুমি একে জাহান্নাম থেকে বাঁচাও [তিরমিযী, নাসায়ী মেশকাত, ২১৮ পৃ:]।
নবী (স.) এর এক সাহাবী মুসলিম তামীমীকে বলেন, যখন তুমি মাগরিব এবং ফজরের নামাযে সালাম ফিরবে তখন কারো সাথে কথা বলার আগে সাতবার বলবে: [আল্লাহুম্মা আজিরনী মিনান নার]
অত:পর ঐদিন ও রাতে যদি তুমি মরে যাও তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেওয়া হবে [আবু দাউদ, মেশকাত, ২১০ পৃ:]।
একইভাবে জান্নাতের সনদ লিখে দেয়া হবে যে বলবে- আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস
আয়াতুল কুরসী
রাসুলুল্লাহ (স.) বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পর আয়াতুল কুরসী পড়ে সে ঐ ব্যক্তির মর্যাদা পায় যে ব্যক্তি নবীদের তরফ থেকে সংগ্রাম করতে করতে শহীদ হয়ে যায় [ইবনে সুন্নী, ৩৪ পৃ:]।
অন্য বর্ণনায় আছে, কেউ যদি এই আয়াতটি শোবার সময় বিছানায় পড়ে তাহলে আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দেবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান ঘেঁষতে পারবে না। [বোখারী, মেশকাত, ১৮৫ পৃ:]
এবং কেউ যদি এটাকে সকালে পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত একজন ফেরেশতা পাহারা দিবে [তিরমিযী, মেশকাত, ১৮৭ পৃ:]
০০ আব্দুল্লাহ আল বাকী
Post a Comment