পবিত্র কোরআন—মূদ্রণ কমপ্লেক্স
| comments
পবিত্র কোরআন---মূদ্রণ কমপ্লেক্স---[মদিণা+মুনওয়ারা]।
ব্যাপ্তি--- প্রায় ২৫০০ স্কয়ার মিটার।
প্রতিবছর এখান থেকে প্রায় ১ কোটি কপি -কোরআন- মূদ্রিত হয়ে থাকে।
প্রায় ৫০ টি আলাদা আলাদা ভাষায় এখান হতে; -কোরআন- মূদ্রিত হয়ে থাকে।
যার মধ্য হতে প্রায় ৯৫% পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়া হয়---[পুরো বিনামূল্যে]।
শুধু মাত্র ৫% মূদ্রিত -কোরআন- বিক্রয় করা হয় নায্য হাদিয়ায়;
মূদ্রণ কমপ্লেক্স এর নিজ বিক্রয় কেন্দ্র হতে।
কর্মচারী--- প্রায় ১৭০০ জন।
যার মধ্যে ৮০০ জন শুদ্ধতা পরীক্ষক;
এবং বাকিরা অনান্য দায়িত্বে নিয়োজিত।
প্রতি কপি -পবিত্র কোরআন- মূদ্রণ কমপ্লেক্স হতে বাইরে আসার আগে;
একের পর এক তিনজন শুদ্ধতা পরীক্ষক দ্বারা পরীক্ষিত হয়ে থাকে।
লিখেছেন : [হাসান-মাহমুদ@[লিমন]
Post a Comment