হাদীসে এসেছে-
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ هِنْدٌ أُمُّ مُعَاوِيَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ فَهَلْ عَلَيَّ جُنَاحٌ أَنْ آخُذَ مِنْ مَالِهِ سِرًّا قَالَ خُذِي أَنْتِ وَبَنُوكِ مَا يَكْفِيكِ بِالْمَعْرُوفِ
অর্থাৎ,হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন: হযরত আবু সুফিয়ান (রাঃ)এর স্ত্রী "হিন্দ" রাসুল (সাঃ)এর কাছে এসে বললেন:আবু সুফিয়ান খুবই কৃপণ মানুষ। আমাকে তেমন খরচ খরচা দেন না। তার সম্পদ থেকে গোপণে কিছু নিলে আমার কোন গোনাহ হবে কিনা? রাসুল (সাঃ) বললেন: তুমি এবং তোমার সন্তানেরা প্রয়োজন মত তার সম্পদ থেকে নিতে পার।(বুখারী, মুসলিম,আবু দাউদ, ইবনে মাজাহ,নাসায়ী,ইবনে হিব্বান ও মুসনাদে আহমাদ)
Post a Comment