যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার (তওবা) করবে আল্লাহ তাকে সব বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন।
[আবূ দাঊদ: ১৫২০; ইবন মাজা: ৩৮১৯]
আল্লাহর নাম নিয়ে যিনি রহমান, রহীম ১)তুমি বল, তিনি আল্লাহ একক- অদ্বিতীয়। ২)আল্লাহ পরম নির্ভরস্থল। ৩)তিনি জন্ম দেন না এবং নেন ও নি। ৪)এবং কেউই তাঁর সমতুল্য হতে পারে না।
Post a Comment