السلام عليكم

যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার (তওবা) করবে আল্লাহ তাকে সব বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। [আবূ দাঊদ: ১৫২০; ইবন মাজা: ৩৮১৯]

বাণী চিরন্তনী

| comments

১। আল্লাহর ভয় মানুষকে অন্য সকল ভয় হইতে মুক্তি দেয়। -ইবনে সীনা
২।অনেক লোকই দিনে অন্তত পাচবার মুখ ধোয়,কিন্তু পাচ বছরেও একবার অন্তর ধোয়ার কথা চিন্তা করেনা। – ইবরাহিম আধহাম
৩। ক্রোধ মনুষ্যত্ব্বের আলোকশিখা নির্বাবিত করিয়া দেয় -ইমাম গাজ্জালি
৪। কোরআন এমন একটি জানালা,যা দ্বারা আমরা পরবর্তী দুনিয়ার দৃশ্য
দেখিটে পাই। -ইবনে হাম্বল
৫। যতদিন লেখাপড়ার অভ্যাস থাকে ততদিনই মানুষ আলেম থাকে।আর যখনই ধারনা জন্মিয়া যায় যে , আমি আলেম হইয়া গিয়াছি তখনই মুর্খতা তকে ঘিরিয়া ধরে। -ফারাবি
৬।পরশ্রীকাতর ও লোভী ব্যক্তি কখনো শান্তি পায় না। -রাবেয়া বসরী
৭।মানুষ চার প্রকার।দয়াবান,দাতা,বখীল ও কৃপন। দয়াবান লোক নিজে না খাইয়া অন্যকে খাওয়ায়,দাতা নিজেও খায় আর অপরকেও খাওয়ায়, বখীল নিজে খায় কিন্তু অপরকে খাওয়ায় না, আর কৃপন নিজেও খায়না আর অপরকেও খাইতে দেয়না।
৮। ঈমান এবং হিংসা এক সঙ্গে একই অন্তরে থাকতে পারে না। -আল হাদীস
৯।প্রবৃত্তিকে তোমার অধীন করো,অন্যথায় প্রবৃত্তিই তোমাকে অধীন করিয়া
লইবে। -বুসতি
১০। ক্রোধ মনুষ্যত্তের আলোকশিখা নির্বাপিত করিয়া দেয়।
-ইমাম গাজ্জালি(র:)
১১।এই পৃথিবীতে দু্র্বল সেই ব্যক্তি যে তার প্রবৃত্তির উপর জয়ী হইতে
পারে না। -রোদবারি
১২।শক্তির দারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষনস্হায়ী,আর ভালবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাই চিরস্হায়ী থাকে। -ইবনে জরীর
১৩। একটি ছোট রাষ্ট্র পরিচালনার চাইতে একজন নারী নিয়া ঘর বাধার
দায়িত্ব গ্রহন করা অনেক বেশী কঠিন কাজ।
১৪। ছোটদের সঙ্গে সন্তানের ন্যায়,বড়দের সঙ্গে পিতার ন্যায় এবং সমবয়স্কদের সঙ্গে ভাই এর ন্যায় আচরন করার নামই ন্যায়বিচার।
-ইমাম জাফর সাদেক (র:)
১৫। যে ব্যাক্তি হালাল পথে রুজি করে, সেই প্রকৃত ইমানদার।
আব্দুল কাদের জি: (র:)
১৬। সুরের মু্র্ছনায় যে অন্তর প্রভাবিত হয়ে পড়ে সেটি রোগগ্রস্হ।তার
চিকিৎসা অপরিহার্য। – ইবনে আহমদ দারদি
১৭।সততা এবং ন্যায়পরায়নতা আল্লাহর রাহে কুরবানি করার চাইতেও
অনেক বেশী পুন্যের কাজ। -হযরত সোলায়মান (আ:)
১৮। আল্লাহ নামের তসবীহ একটি সুরক্ষীত দুর্গবিশেষ।সত্যাশ্রয়ীরা তাতে
স্বাছ্ছন্দে শান্তিতে বসবাস করে।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ইসলামী কথা - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Premium Blogger Template